ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোরবানির হাট মাতাবে সাতক্ষীরার ‘নবাব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ২২, ২০২১
কোরবানির হাট মাতাবে সাতক্ষীরার ‘নবাব’ নবাব

সাতক্ষীরা: নবাব। ফ্রিজিয়ান জাত।

ওজন ২৫ মণ। এবারের পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাট মাতাবে সাতক্ষীরার ষাঁড় নবাব।

‘নবাব’ বেড়ে উঠেছে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের কলবাজার এলাকার গ্রাম্য চিকিৎসক ফিরোজ হোসেনের খামারে। নবাবকে তিন বছর যাবত লালন-পালন করে বড় করেছে তার পরিবার।

ফিরোজ হোসেন বাংলানিউজকে বলেন, ফ্রিজিয়ান জাতের নবাবের ওজন ১ হাজার কেজির বেশি। বিশাল আকারের এই ষাঁড়টির পরিচর্যা করা খুবই কঠিন। তাকে খাওয়ানো, গোসল করানোসহ সব কিছুর লক্ষ্য রাখেত হয়। সবচেয়ে ভালো দিক হলো ঘাস, কুড়া, লতা-পাতা খেতে পছন্দ করে নবাব।

ফিরোজ হোসেনের দাবি— এবারের ঈদের বাজারে সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে অন্যতম তার নবার। ইতোমধ্যে অনেকেই দূর-দূরান্ত থেকে নবাবকে দেখতে আসতে শুরু করেছেন। ন্যায্য মূল্য পেলেই নবাবকে ছেড়ে দেবেন তিনি।

ফিরোজ আরও বলেন, নবাবকে হাটে তুলে বিক্রি করা হবে, না-কি অনলাইনে বিক্রি করা হবে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। নবাবকে ক্রয়ে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ০১৭৪৯-১৫৭৫৮৫ নম্বরে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।