ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাত ১২টায় বন্ধ হচ্ছে ট্রেন, অর্থ ফেরত পাবেন অগ্রিম টিকিট গ্রহীতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
রাত ১২টায় বন্ধ হচ্ছে ট্রেন, অর্থ ফেরত পাবেন অগ্রিম টিকিট গ্রহীতারা

ঢাকা: মঙ্গলবার (২২ জুন) দিনগত রাত ১২টায় বন্ধ হচ্ছে সব প্রকার যাত্রীবাহী ট্রেন৷ প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে৷

মঙ্গলবার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদত আলী।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে।

তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে৷

অগ্রিম টিকিট গ্রহীতাদের বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদত আলী বলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে৷

এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিল৷ তবে এসময় পণ্যবাহী ট্রেন চলাচল করেছে৷ এরই মধ্যে ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়৷ ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়৷

সোমবার (২১ জুন) ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় ‘লকডাউন’ দেওয়ার পরে মঙ্গলবার দিনগত রাত ১২টায় বন্ধ হচ্ছে সব প্রকার যাত্রীবাহী ট্রেন৷

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ