ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে তলিয়ে যাওয়া যুবকের সন্ধান এখনো পায়নি ডুবুরিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুন ২২, ২০২১
খিলগাঁওয়ে তলিয়ে যাওয়া যুবকের সন্ধান এখনো পায়নি ডুবুরিরা ...

ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া কালভার্ট রোড এলাকায় একটি খালে (বড় ড্রেন) ভাঙারি কুড়াতে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান এখনো পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে চার জন ডুবুরি সকাল থেকেই কাজ করে যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ যুবকের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে ওইখানে প্রচণ্ড পানির পাশাপাশি স্রোত আছে। এই খালটি সরাসরি মুগদা মান্ডা হয়ে বালু নদীর সঙ্গে মিশেছে।

ডুবুরিরা কাজ করে যাচ্ছে। যদি উদ্ধার করতে না পারি তাহলে বুধবার (২৩ জুন) সকালে তাকে উদ্ধারের জন্য ডুবুরিরা কাজ করবে। জানা যায় তলিয়ে যাওয়া যুবকের নাম আবুল হোসেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, এখনো  তলিয়ে যাওয়া যুবকের সন্ধান পায়নি ডুবুরিরা।

>>> খিলগাঁয়ে ‘খালে’ পড়ে যুবক নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ২২, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।