ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত নারী শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ২২, ২০২১
ঢামেক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত নারী শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় ট্রাকের ধাক্কায় আহত পোশাক কারখানার শ্রমিক আইরিন সুলতানার (২৮) মৃত্যু হয়েছে।

চলতি মাসের ১৮ জুন ভোর সাড়ে ছয়টার দিকে ট্রাকের ধাক্কায় ওই নারী আহত হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ জুন) বিকেলে তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। সেদিন রাতেই মামলা হয়েছে। নিহত নারী রাজশাহীর বাগমারার গনিপুর এলাকার আইয়ুব হোসেনের মেয়ে। দুই সন্তান ও স্বামী ফয়সালসহ পরিবারের অন্যান্যদের নিয়ে যাত্রাবাড়ীর সায়েদাবাদের হুজুরপাড়া এলাকায় থাকতেন।

নিহতের ছোট ভাই আরিফুর রহমান জানান, তার বোন নারায়ণগঞ্জের ইপিজেডে পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকাল ছয়টার দিকে আইরিন অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। পরে যাত্রাবাড়ির কাজলা এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, আইরিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২২, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।