ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২২, ২০২১
বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: ভোর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতায় কোথাও কোথাও সড়কে হাটু পানি দেখা গেছে।

অনেক স্থানে দোকানপাট এবং বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে। সড়কে জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ।

রাজধানীর পুরান ঢাকা, সায়েদাবাদ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। সায়েদাবাদ বাস টার্মিনালের জনপদ মোড়ের দিকে হাঁটুপানি জমেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।  

ভোরে ভারী বর্ষণে মিরপুর-১০ নম্বর সেকশন, কাজীপাড়া ও শেওড়াপাড়ার প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। বেলা গড়াতে জলাবদ্ধতা কমলেও খানাখন্দে ভরা বেগম রোকেয়া সরণিতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

এ ব্যাপারে কাজীপাড়ার বাসিন্দা শওকত আলী বাংলানিউজকে বলেন, বৃষ্টি একদিন হলে দুর্ভোগ সাতদিন পোহাতে হয় আমাদের। খানাখন্দে পানি জমে থাকায় প্রায়ই আমাদের কাপড়-চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের কারণে এই দুর্ভোগ অনেকটা বেড়েছে বলেও জানান তিনি।

পুরান ঢাকার বংশাল, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। গুলিস্তান এলাকা ছাড়াও বঙ্গভবন এলাকার পাশের সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা দেখা যায়। এতে যানজট সৃষ্টি হয়েছে।

বংশাল এলাকার তরিকুল হাসান বলেন, একটু বৃষ্টি হলেই বংশাল এলাকায় বৃষ্টির পানি জমে যায়। এতে ভোগান্তির সৃষ্টি হয়। এলাকার ড্রেনগুলোতে ময়লা আবর্জনা পড়ে প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।   

এছাড়াও মগবাজারের মালিবাগ এলাকা এবং শাহজাহানপুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসএমএকে/ডিএন/এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।