ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানি ভেবে বিষ পানে জুম চাষির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২২, ২০২১
পানি ভেবে বিষ পানে জুম চাষির মৃত্যু ...

খাগড়াছড়ি: পানি ভেবে বিষপানে কলি ত্রিপুরা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২জুন) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলি দীঘিনালার অতলটিলা এলাকার তুলি বরণ ত্রিপুরার মেয়ে।

জানা যায়, সোমবার (২১ জুন) সকালে কলি জুমে যাওয়ার আগে পানির বোতলের পাশে অন্য একটি বোতলে রাখা কীটনাশক খেয়ে ফেলে। এসময় শারীরিক প্রতিক্রিয়া দেখা গেলে তাকে তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পেয়ার আহম্মেদ জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২২, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।