ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘আমি সুনামগঞ্জের এমপি উনি ভালোভাবেই জানেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ২২, ২০২১
‘আমি সুনামগঞ্জের এমপি উনি ভালোভাবেই জানেন’ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে আছে সুনামগঞ্জ। এই জেলার মানুষের পরিবহন সুবিধার জন্য রেলপথের উন্নয়ন করা সরকারের স্বপ্ন ছিল।

এখন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এখন ৩৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করেই সরাসরি ঢাকা থেকে সুনামগঞ্জে যাতায়াত করা যাবে। সিলেট ঘেঁষে সুনামগঞ্জের ছাতক উপজেলার অবস্থান। সিলেট থেকে ছাতক পর্যন্ত রেলপথ আছে।

শুধু ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত মাত্র ৩৪ কিলোমিটার রেলপথ নেই। এটি বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জবাসীর জীবনমানের ইতিবাচক উন্নয়ন সম্ভব। মূল প্রকল্প নেওয়ার আগে ফিজিবিলিটি কাজ চলমান। রেলের এই রুট নির্ধারণ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রেললাইনের রুট নির্ধারণের জন্য তিন থেকে চারটি রুট নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের পক্ষে অবস্থান নিয়ে একটি ডিও লেটার দেন রেলমন্ত্রীকে। বিষয়টি ভালোভাবে নেননি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২২ জুন) এনইসি সভায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পমন্ত্রীকে পরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওনার সঙ্গে (পররাষ্ট্রমন্ত্রী) আমার ৫০ বছরের বেশি সময় ধরে সম্পর্ক। আমার মনে হয় আরও বেশি সময় ধরে সম্পর্ক। অথচ সুনামগঞ্জের ৫ এমপিকে নিয়ে তিনি রেলমন্ত্রীকে ডিও লেটার দিলেন। আমি সুনামগঞ্জের এমপি উনি ভালোভাবেই জানেন। আমার সঙ্গে কথা না বলেই রেলমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন। তিনি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারতেন। ’

পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘তার কাজ বিশ্বব্যাপী, আমার কাজ গ্রাম নিয়ে। গ্রামের মানুষকে একটা স্যানিটেশন সুবিধা তৈরি করে দিলেই আমি খুশি। পাশের বাসার মানুষের জন্য কিছু করতে পারলেই আমি খুশি। ’

ড. মোমেনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দাবি করে এম এ মান্নান বলেন, ‘আমার সঙ্গে ওনার ৫০ বছরের বেশি সময় ধরে সম্পর্ক রয়েছে। আমরা দুজনে মন্ত্রী পরিষদের সদস্য। আমাদের টিম লিডার প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে দুজনেই কাজ করে যাচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ’

সুনামগঞ্জের স্থানীয় এমপিদের সঙ্গে আপনার বাহাস চলছে—এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কী কারণে এটা হচ্ছে আমি জানি না। তবে আমি বিশ্বাস করি, অচিরেই সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো কোনো কারণে মনোমালিন্য হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুন ২২, ২০২১ 
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।