ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুন ২২, ২০২১
বাগেরহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত ...

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় মো. সিফাত হোসেন (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।  

মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার পাঁচরাস্তা-রসুলপুর সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাংলাবাজার যাচ্ছিল সিফাত ও তার এক সহপাঠী।

পথে অগ্রদূত ক্লাবের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রলি সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সিফাত ও বাইসাইকেলে থাকা তার এক সহপাঠি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় ট্রলি চালক মো. হাসান খানকে (২০) আটক করেছে শরণখোলা থানা পুলিশ।

সিফাত শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সোহাগ চকিদারের ছেলে। সে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আটক মো. হাসান খান রাজাপুর এলাকার নজরুল খানের ছেলে। আহতের শিক্ষার্থীর নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ট্রলি চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।