ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুন ২২, ২০২১
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু ...

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বিকেলে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের শামসুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৬৮) ও তার ছোট ছেলে রোকনুজ্জামান রোকন (৩৮)।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মরিয়ম খাতুন ভেজা কাপড় শুকাতে গিয়ে পাশে থাকা ত্রুটি যুক্ত বিদ্যুতের তাড়ে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় মাকে উদ্ধার করতে গিয়ে রোকনও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন মরিয়ম খাতুনের বড় ছেলে সেলিম হোসেন (৫০)।  

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।