ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মালিক ও শ্রমিকদের দোয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, জুন ২২, ২০২১
বগুড়ায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মালিক ও শ্রমিকদের দোয়া

বগুড়া: ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।

সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের দক্ষিণ কাটনাড়পাড়া এলাকায় জয়নাল বিড়ি কারখানা প্রাঙ্গণে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহত্তর বগুড়া অঞ্চলের বিড়ি মালিক ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া বিড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক  মো. রফিকুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু।

দোয়া অনুষ্ঠানে বগুড়া জেলার  বিড়ি শিল্প মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা ছাড়াও বিড়ি শিল্প মালিক ও শ্রমিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, জুন ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।