ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কীটনাশক চুরি করে বিক্রির দায়ে ৪ মশককর্মী কর্মচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ২১, ২০২১
কীটনাশক চুরি করে বিক্রির দায়ে ৪ মশককর্মী কর্মচ্যুত

ঢাকা: চুরি করে মশার কীটনাশক বিক্রির দায়ে চার মশককর্মী কর্মচ্যুত এবং ক্রয়কারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
 
সোমবার (২১ জুন) করপেরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে তাদের কর্মচ্যুত করা হয়।


 
দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মশক নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত অ্যাডাল্টিসাইড সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে পৌঁছে না দিয়ে তা চুরি করে দোকানে বিক্রি করার দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত চার মশককর্মীকে কর্মচ্যুত করা হয়েছে। চুরি করা এসব কীটনাশক কেনা দোকান মালিকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।  

কর্মচ্যুত চারজন দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর ৫০ নম্বর ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক মশককর্মী উজ্জ্বল সিদ্দিকী, সুজন মিয়া, মো. হাফিজুল ইসলাম ও জুয়েল মিয়া।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad