ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্বাচনী সহিংসতায় যুবক নিহত: হত্যা মামলা দায়ের, গ্রেফতার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুন ২১, ২০২১
নির্বাচনী সহিংসতায় যুবক নিহত: হত্যা মামলা দায়ের, গ্রেফতার এক ...

ভোলা: ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হওয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে হত্যা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ রিয়াজ নামে এ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।

 

সোমবার (২১ জুন) বিকেলে নিহত মনিরের বাবা বশির উল্ল্যাহ বাদী হয়ে শশীভুষণ থানায় মামলাটি দায়ের করেন। মনির হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিনের (ফুটবল) সমর্থক ছিলেন।

শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্র দখল নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন (ফুটবল) ও ইউসুফ (টিউবওয়েল) সিকদার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়।

চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি চালালেও সেই গুলিতে কেউ নিহত হয়নি।

এদিকে এ ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।