ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে বিজয় মিছিলে কক‌টেল হামলা, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ২১, ২০২১
গৌরনদীতে বিজয় মিছিলে কক‌টেল হামলা, যুবক নিহত ...

ব‌রিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচন পরবর্তী বিজয় মিছিলে কক‌টেল হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

এর আগে সকালে নির্বাচনী সহিংসতায় এই উপজেলায় মৌজে আলী মৃধা (৬৫) নামে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এই নিয়ে এ পর্যন্ত নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় একদিনে একই উপজেলায় দুই জন নিহত হয়েছেন।

সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

তিনি জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পরপর ওই এলাকায় বিজয় মিছিল বের করে বিজয়ী সদস্য টিউবওয়েল মার্কার গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। এ সময় পরাজিত প্রার্থী মোরগ মার্কার আরজ আলী সরদারের সমর্থকরা ওই মিছিলে ককটেল হামলা চালায়। এতে আবু বক্কর মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এই ঘটনায় আরও দুই জন আহত হন। এছাড়া নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ২১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।