ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোরিয়ান নাগরিকদের টিকায় অগ্রাধিকার দিতে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ২১, ২০২১
কোরিয়ান নাগরিকদের টিকায় অগ্রাধিকার দিতে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকরিজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্য নাগরিকদের টিকাপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।
 
সোমবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্যের অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে এছাড়াও দু'দেশের বিভিন্ন বিষয়ে তারা কথা বলেন।


 
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে কোরিয়ান রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রীর কাছে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকরিজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্য নাগরিকদের টিকাপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান। স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কথা মনোযোগ দিয়ে শোনেন ও অনুরোধ রক্ষার আশ্বাস দেন।
 
একই সঙ্গে, স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রমবাজার নিয়ে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেন টিকাপ্রাপ্তিতে সুবিধা পায় সে বিষয়েও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ২১, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।