ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামইরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ধামইরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার উদ্ধার বিষ্ণুমূর্তি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) দুপুরে বিঞ্চুমূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত বাখরপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে খাঁপুর গ্রামের কৃষক আজিজার রহমান কৃষি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের একটি বিষ্ণু দেবতার মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারের সময় মূর্তিটির ডান হাত ও হাঁটু ভাঙা ছিল। যার ওজন ৫ কেজি ৪০০ শত চল্লিশ গ্রাম এবং উচ্চতা চৌদ্দ দশমিক তিন ইঞ্চি এবং প্রস্ত দশ ইঞ্চি। মূর্তিটির কথিত বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭০০ বছরের পুরোনো এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

** পুকুর খননের সময় মিললো কষ্টিপাথরের মূর্তি

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।