ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এনজিও কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ভোলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এনজিও কর্মী নিহত ...

ভোলা: ভোলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরে আলম (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুন) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার সংলগ্ন বড় মোল্লা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নুরে আলম জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং লক্ষীপুরে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কাজল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে এনজিও কর্মী নুরে আলম মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা ঘটনাস্থলেই নুরে আলম মারা যান।  

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নুরে আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুন ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।