ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০২১
অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজাসহ আটক ১ গাঁজাসহ আটক ব্যক্তি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলফামুল ইসলাম মণ্ডল।

 

এর আগে সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী থানা গেটের চেকপোস্টে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।  

আটক মাদকবিক্রেতা সাইদুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি এলাকার বেলাল হোসেনের ছেলে।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী থানা গেট চেকপোস্টে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।

এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করে আটক মাদকবিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।