ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন হলে নদী ভাঙনের সমস্যা থাকবে না 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০২১
ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন হলে নদী ভাঙনের সমস্যা থাকবে না  খালিদ মাহমুদ চৌধুরী

পটুয়াখালী: দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যেই সরকার ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে। ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন হলে নদী ভাঙনের সমস্যা থাকবে না।

শুক্রবার (১৮ জুন) সকালে গলাচিপা লঞ্চঘাট পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই দেশের উন্নয়ন হয়। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মু. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা টিটো, উপজেলা চেয়ারম্যান মোহম্মদ শাহিন প্রমুখ।  

এরপর প্রতিমন্ত্রী কোস্টগার্ডের নৌযানে করে উপজেলার বোয়ালিয়া স্লুইজ গেট, স্পিডবোট ঘাট, পানপাট্টি লঞ্চঘাট, বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ