ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজি ওজনের বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০২১
জামালপুরে বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজি ওজনের বাঘাইড়

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় যমুনা নদীতে বড়শিতে ধরা পড়ল ৪৮ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ।

শুক্রবার (১৮ জুন) সকালে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী এলাকার সেকান্দর আলীর বড়শিতে মাছটি ধরা পড়ে। এ এলাকায় বড়শিতে এত বড় মাছ ধরা পড়ার ঘটনা এটিই প্রথম।

স্থানীয়রা জানান, মাছটির ওজন ৪৮ কেজি ৩০০ গ্রাম। এ মাছটি এরই মধ্যে ৪৩ হাজার টাকা দিয়ে কিনে স্থানীয় মনছুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad