ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোনাবাড়ীতে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০২১
কোনাবাড়ীতে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।  

বুধবার (১৬ জুন) সকালে কোনাবাড়ী থানার আমবাগ ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত পোশাক শ্রমিক ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রানাকান্দা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী কোহিনুর আক্তার (৩২)।  

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আমবাগ এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনুর আক্তার। প্রতিদিনের মতো সকালে তিনি পায়ে হেঁটে কারখানা যাচ্ছিলেন। যাওয়ার পথে আমবাগ ব্রিজের পাশে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনুর আক্তার মারা যান।  

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় অন্যান্য পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ঘটনার সময় পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।