ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনা সিটি মেয়র গুরুতর অসুস্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, জুন ১৫, ২০২১
খুলনা সিটি মেয়র গুরুতর অসুস্থ

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।  

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মহানগরের শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পর তাকে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়েছে।

মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শফিকুর রহমান পলাশ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

পলাশ জানান, মেয়র তালুকদার আবদুল খালেক কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। দুপুরে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হয় তার। তার প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। আগামী সপ্তাহে তিনি ঢাকায় গিয়ে অপারেশন করাবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।