ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭০০ মিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ১৫, ২০২১
৭০০ মিলিয়ন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

ঢাকা: বাংলাদেশকে ৭০০ মিলিয়ন ডলার উন্নয়ন ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ঋণ সহযোগিতা দেবে দেশটি।

মঙ্গলবার ( ১৫ জুন) ঢাকাস্থ কোরিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এদিন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিনের সঙ্গে ওডিএ প্রকল্প পর্যালোচনা নিয়ে ভার্চ্যুয়ালি বৈঠক করেন। বৈঠকে ৭০০ মিলিয়ন ডলারে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল গ্রহীতা হিসেবে দ্বিতীয় বৃহত্তম দেশ। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বাড়াতে নলেজ শেয়ারিং প্রোগ্রামে (কেএসপি) জোর দেওয়া হয়।

১৯৯১ সাল থেকে কোইকার মাধ্যমে কোরিয়া ১.২৪ বিলিয়ন ডলার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) ঋণ এবং ১৭২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এই অর্থ জনপ্রশাসন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও শিক্ষা, পরিবহন, আইসিটি, পানি ব্যবস্থাপনা ইত্যাদি খাতে ব্যয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ১৫, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।