ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহরাইনে মসজিদ-মার্কেটে প্রবেশে ভ্যাকসিন সনদ বাধ্যতামূলক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ১৫, ২০২১
বাহরাইনে মসজিদ-মার্কেটে প্রবেশে ভ্যাকসিন সনদ বাধ্যতামূলক

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ, মার্কেট অথবা কোনো অফিসে প্রবেশ করার জন্য ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শনকে বাধ্যতামূলক করেছে বাহরাইন সরকার। এ কারণে ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শন ছাড়া বাহরাইন পোস্ট অফিসে কোনো সেবা গ্রহিতাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (১৫ জুন) বাহারাইনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানানো হয়।

যেসব প্রবাসী বাংলাদেশি এরই মধ্যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন। পাসপোর্ট ডেলিভারির জন্য পোস্ট অফিস থেকে ফোন বা মেসেজ পেয়েছেন, কিন্তু এখনও ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি বা ভ্যাকসিনের সার্টিফিকেট পাননি। তাদের দূতাবাসের হটলাইন ১৭২৩৩৯২৫ নম্বরে যোগাযোগ করে অ্যাপোয়েন্টমেন্ট বুকিং করতে অনুরোধ করেছে দূতাবাস। অ্যাপোয়েন্টমেন্টের ভিত্তিতে দেওয়া সুনির্দিষ্ট সময় অনুযায়ী দূতাবাসে এসে প্রবাসীরা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

ভ্যাকসিন সনদ ছাড়া পোস্ট অফিস থেকে বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন না।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১৫, ২০২১
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।