ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: হল ফি মওকুফের দাবি কুবি শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২১
করোনা: হল ফি মওকুফের দাবি কুবি শিক্ষার্থীদের হল ফি মওকুফের দাবি কুবি শিক্ষার্থীদের। ছবি: বাংলানিউজ

ফেনী: করোনাকালে আবাসিক হলের ফি মওকুফ ও স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা করোনা মহামারির প্রেক্ষাপটে তাদের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেন। এ সময় তারা মানবিক দিক বিবেচনায় স্নাতকোত্তরের জন্য নির্ধারিত প্রায় দশ হাজার টাকা ভর্তি ফি (বিভাগভেদে ভিন্নতর) হ্রাসের দাবি জানান।

পাশাপাশি ২০২০ সালের মার্চ মাস থেকে আবাসিক হল বন্ধ থাকলেও হল ফি অব্যাহত আছে জানিয়ে তা মওকুফেরও দাবি করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা এ সকল দাবি সংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদান করেন।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বিষয়টা আমরা গুরুত্বের সঙ্গেই দেখবো। একাডেমিক কাউন্সিলে আলাপ করবো এ বিষয়ে।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।