ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসডিজি অগ্রগতির শীর্ষ তিনের তালিকায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জুন ১৫, ২০২১
এসডিজি অগ্রগতির শীর্ষ তিনের তালিকায় বাংলাদেশ ...

ঢাকা: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের তালিকায় রয়েছে বাংলাদেশ। তালিকায় একই সঙ্গে আরো দুইটি দেশ রয়েছে।

এই দুইটি দেশ হলো আফগানিস্তান ও আইভরি কোস্ট।

২০২১ সালের এসডিজির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।

২০৩০ সালের বৈশ্বিক এজেন্ডায় এসডিজি ইনডেক্স বাংলাদেশ অপর দুইটি দেশের সঙ্গে অগ্রগতি অর্জন করেছে। জাতিসংঘের সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) সোমবার (১৪ জুন) প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ, আফগানিস্তান ও আইভরি কোস্ট এসডিজি বাস্তবায়নে অগ্রগতি করেছে। আর ভেনিজুয়েলা, টুভালু ও ব্রাজিল অগ্রগতিতে পিছিয়ে রয়েছে। প্রতিবেদনে ২০২১ সালের এসডিজি ইনডেক্সে ১০৯ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ৷ আর তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জুন ১৫, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।