ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গুলশান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, জুন ১৪, ২০২১
গুলশান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশান- ২ নম্বর থেকে ইসরাত জেবিন মিতু (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর স্বামীর নাম নাঈম আহমেদ।

তিনি পেশায় একজন ব্যবসায়ী।

সোমবার (১৩ জুন) রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে গুলশান-২ নম্বর রোড়ের ৬৯ নাম্বার বাড়ির পেছনে সুইমিংপুলে পাশ থেকে জেবিনের মরদেহ উদ্ধার করা হয়। এই বাড়ির নয়তলায় পরিবার নিয়ে বসবাস করতেন ওই নারী। তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানও দায়িত্বে ছিলেন তিনি। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি ৯তলা থেকে পড়ে মারা গেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে আসলে ঘটনাটা কতটা সত্য। মরদেহ শহীদ সোরহওয়ার্দী হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।