ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে পুকুরের পানিতে ডুবে তাবাসুম নামে একটি শিশুর (৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

তাবাসসুম ওই গ্রামের পূর্বপাড়া এলাকায় সিরাজুল ইসলামের মেয়ে।  

জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে মায়ের সঙ্গে গোসল করতে নামে তাবাসুম।  একপযার্য়ে হঠাৎ সে পানিতে ডুবে যায়। এ সময় মায়ের স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন অনেক খুঁজাখুজির পর শিশুটিকে অসচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad