ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাসির উদ্দিনসহ ৫ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, জুন ১৪, ২০২১
পরীমনিকে ধর্ষণচেষ্টা: নাসির উদ্দিনসহ ৫ জন গ্রেফতার

ঢাকা: চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ জুন) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, গ্রেফতারদের মধ্যে দুজন হলেন অমি (৪১) ও লিপি।  রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ডিজে পার্টির নামে মাদকসেবন হতো বলে তথ্য মিলেছে। ঘটনাস্থল থেকে মদ, বিয়ার, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের পুলিশ হেড কোয়ার্টারে নেওয়া হচ্ছে।

**নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলা পরীমনির
**পুলিশের নজরদারিতে রয়েছেন পরীমনি

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।