ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-দিল্লি এয়ার বাবল চালু হতে পারে জুলাইয়ে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ঢাকা-দিল্লি এয়ার বাবল চালু হতে পারে জুলাইয়ে

ঢাকা: ভারতের দিল্লিতে করোনা প্রকোপ কমার প্রেক্ষিতে আগামী জুলাই মাস থেকে ঢাকা-দিল্লি এয়ার বাবল চালু হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

রোববার ( ১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এ তথ্য জানান তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, ভারতে যদি করোনা কমতে থাকে তাহলে সামনের মাস থেকে ঢাকা-দিল্লি এয়ার বাবল চালু হতে পারে। এ নিয়ে আমাদের একটি প্রস্তুতি থাকাও দরকার। আগামী সপ্তাহে এ নিয়ে সিভিল এভিয়েশনের সঙ্গে একটি বৈঠক হবে। সেখানে এটি নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রসচিব আরও জানান, এখন তো ভারত সব ধরনের ভিসা দিচ্ছেও না। তাই এয়ার বাবল সিস্টেমে যাদের ভারত থেকে আনতে হবে, তাদের আনা যেতে পারে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ১৩, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।