ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রজন্ম’৭১ এর নতুন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জুন ১৩, ২০২১
প্রজন্ম’৭১ এর নতুন কমিটি গঠন

ঢাকা: মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম’৭১ এর নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে৷ যাতে সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় এবং সাধারণ সম্পাদক হয়েছেন শহিদ কাজী শামসুল হকের ছেলে কাজী সাইফুদ্দিন আব্বাস৷

শনিবার (১২ জুন) সংগঠনের প্রচার সম্পাদক অনল রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

একে বলা হয়, গত ২৯ মে প্রজন্ম ৭১ এর ৪র্থ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও প্রজন্ম ৭১ এর তিরিশ বছরে পদার্পনে নানাবিধ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত নভেম্বর ২০২০ আংশিক ও গত ২৩ এপ্রিল তারিখ সাধারণ সভার সম্মতিতে সংগঠনের পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়।  

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে শমী কায়সার ও শেখ সালমা নার্গিস, যুগ্ম সম্পাদক নুজহাত চৌধুরী শম্পা ও বশীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা, প্রচার সম্পাদক অনল রায়হান, দপ্তর সম্পাদক বদরুল আলম হিটু,  অর্থ সম্পাদক নটো কিশোর আদিত্য, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আমেনা তাপসাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শহীদ পরিবার কল্যাণ সম্পাদক শাফকাত নিজাম বাপ্পী এবং নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন 
তৌহীদ রেজা নূর, তানভীর হায়দার চৌধুরী (শোভন), আশরাফুল হক নিশান, শিবলী মোহাম্মদ, তাহমিনা খান, অমর দাস ও এ কে এম তারেক সোহাগ৷

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জুন ১৩, ২০২১
ডিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad