ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচ মণ ভেজাল ঘিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুন ১২, ২০২১
পাঁচ মণ ভেজাল ঘিসহ আটক ৪ জব্দ করা ভেজাল ঘি

ঢাকা: পুরান ঢাকার চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ মণ ভেজাল ঘিসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা বিভিন্ন ব্র্যান্ডের নামে ভেজাল ঘি বানিয়ে কৌটাজাত করে বিক্রি করে আসছিলেন।

আটকরা হলেন- আব্দুল সামাদ (৭৫), মো. রবিউল ইসলাম (৪৩), মো. শাহজাহান (২৪) ও মো. সোহাগ হোসেন (৩১)।

শনিবার (১২ জুন) বিকেলে চকবাজার থানাধীন বেগম বাজার, আলী হোসেন খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি লালবাগ বিভাগ।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান জানান, আটকরা নামিদামি ব্র্যান্ডের নামে ভেজাল ঘি তৈরি করে বাংলাদেশে বাজারজাত করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুন ১২, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।