ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসসহ আটক ১

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জুন ১২, ২০২১
ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসসহ আটক ১

বরিশাল: বরিশালে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ আরিফুজ্জামান রুবেল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ জুন) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলারা থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল নড়াইল জেলার লোহাগড়া এলাকার বাসিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার চার্জ অফিসার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস নিয়ে এক ছিনতাইকারী ঢাকায় পালিয়ে যাচ্ছেন। এ সময় গৌরনদীর মাহিলারা এলাকা থেকে মাইক্রোবাসসহ তাকে আটক করা হয়।

তিনি বলেন, ছিনতাইকারী রুবেলকে ও গাড়িটি উজিরপুর থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ রুবেলকে জিজ্ঞাসাবাদ করছে।

বাংলা‌দেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ১২, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।