ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লামায় ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ১২, ২০২১
লামায় ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ আটক দু’জন

বান্দরবান: বান্দরবানের লামায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ চট্টগ্রাম এর সদস্যরা।

শনিবার (১২ জুন) উপজেলার দুর্গম পাহাড়ি সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

জব্দকৃত ইয়াবাগুলো বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আটকরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম মোকাম গ্রামের বাসিন্দা আবদুল আউয়ালের ছেলে মো. আবুল হোসেন (৩৫) ও ঢাকার সাভারের ১ নম্বর ওয়ার্ড বক্তারপুর গ্রামের বাসিন্দা মৃত আবদুর রবের ছেলে মো. মাসুক মিয়া (৫৮)।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যায়াজুপাড়া বাজার এলাকা থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে র‌্যাব। এ সময় আটকদের হাতে থাকা একটি কালো বালতি থেকে ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক দু’জনকে লামা থানায় সোপর্দ করা হয়েছে।
 
এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।