ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপহারের আরো ৬ লাখ টিকা আনতে রাতে চীন যাচ্ছে ২ প্লেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ১২, ২০২১
উপহারের আরো ৬ লাখ টিকা আনতে রাতে চীন যাচ্ছে ২ প্লেন

ঢাকা: উপহারের আরো ছয় লাখ ডোজ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দু’টি পরিবহন প্লেন।

আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনা ভাইরাসের ছয় লাখ ডোজ টিকা আনার জন্য চীনের উদ্দেশে শনিবার (১২ জুন) রাতে ঢাকা ছাড়বে।

সংশ্লিষ্টরা জানান, আগামী রোববার (১৩ জুন) দ্বিতীয় দফায় চীন সরকারের উপহারের এ ছয় লাখ টিকা দেশে পৌঁছানোর কথা।

এর আগে গত ১২ মে প্রথম দফায় চীন সরকারের উপহারের পাঁচ লাখ করোনা ভাইরাসের টিকা দেশে আসে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ১২, ২০২১
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।