ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুন ১২, ২০২১
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১ নিহতকে ঘিরে পরিজনেরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার পল্লীবিদুৎ সমিতির লাইলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুহেল রানা নামে এক একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন।

শনিবার (১২ জুন) দুপুরে সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বানেশ্রী (নতুন ব্রিজ) এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার মোট ১৪ জন বিদ্যুতকর্মী খুঁটিতে বৈদুতিক তার পাল্টানোর কাজ করছিলেন। সাত জন খুঁটির উপরে ছিলেন ও সাত জন বৈদুতিক তার টানার কাজে নীচে ছিলেন। এ সময় হঠাৎ করে একই খুঁটির উপরে বিদ্যুৎ সরবরাহ চালু লাইনে একটি তার পড়ে গেলে নীচে থাকা সাত জন আহত হন।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১২, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।