ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

হত্যা করে পালানোর সময় গণপিটুনিতে হত্যাকারীও নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, জুন ১২, ২০২১
হত্যা করে পালানোর সময় গণপিটুনিতে হত্যাকারীও নিহত  সাইদুর রহমান

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরের যতারপুর গ্রামে মাদক সেবন করতে নিষেধ করায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানকে (৪০) হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবী মনির হোসেন। হত্যা করে পালানোর সময় মাদকাসক্ত মনির হোসেনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সাইদুর রহমান মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বেলতলাপাড়া এলাকার রশিদুল ইসলাম কেরুর ছেলে। মাদকাসক্ত মনির হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।


স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, মাদকাসক্ত মনির হোসেন প্রাকাশ্য দিবালোকে স্কুলের সামনে বসে গাঁজা সেবন করছিলেন। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইদুর রহমান তাকে নিষেধ করেন। এতে হ্মিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে সাইদুর রহমানকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসী মনির হোসেনকে পিটিয়ে হত্যা করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুন ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।