ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে আগুনে পুড়লো বস্তির ২৫ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুন ১২, ২০২১
টঙ্গীতে আগুনে পুড়লো বস্তির ২৫ ঘর পুড়ে যাওয়া ঝুট। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শনিবার (১২ জুন) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, ভোর রাত ৩টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় টিনশেডের একটি বস্তিতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে টিনশেড বস্তির ২৫/৩০টি কক্ষ এবং ওইসব কক্ষে রাখা ঝুট পুড়ে গেছে।  

আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ১২, ২০২১ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।