ঢাকা, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২, ২৮ জুন ২০২৫, ০২ মহররম ১৪৪৭

জাতীয়

আটোয়ারীতে বজ্রপাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জুন ১১, ২০২১
আটোয়ারীতে বজ্রপাতে নারীর মৃত্যু ফাইল ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নিরাশি মানিকপির কবরস্থান সংলগ্ন এলাকায় বজ্রপাতে মর্জিনা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) দুপুরে এঘটনা ঘটে।

নিহত মর্জিনা ওই উপজেলার তোড়েয়া ইউনিয়নের নাউগজ গ্রামের বাবুলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাউগজ স্বামীর বাড়ি থেকে ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে দুপুরে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিয়া পোখড়ি গ্রামে যাচ্ছিলেন মর্জিনা। পথে বৃষ্টি শুরু হলে নিরাশি মানিকপির কবরস্থান সংলগ্ন এলাকায় একটি গাছের নিচে দাঁড়ান তারা। এসময় সেখানে বজ্রপাত হলে মর্জিনা গুরুতর আহন হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বাংলানিউজকে জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।