ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

গুলশানে ভাতিজির শিলের আঘাতে ফুফুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, জুন ১০, ২০২১
গুলশানে ভাতিজির শিলের আঘাতে ফুফুর মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলশানে ভাতিজির শিলের আঘাতে নিকিতা আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজি জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৭ টা থেকে দুপুরের মধ্যে যেকোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, স্বামী মুরাদকে নিয়ে নিহত নারী গুলশানের নর্দ্দা এলাকায় নিজ বাসায় থাকতেন। আর অভিযুক্ত জেসমিন আক্তার ফুফুর বাসায় বেড়াতে এসেছে বলে জানতে পেরেছি। হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাতিজি জেসমিনকে আটক করেছে। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোরহওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২১
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।