ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুন ৬, ২০২১
সিরাজগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

 

মৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, সলঙ্গার আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক আলহাজ পণ্ডিত।

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, ফরিদুল মাঠে ধান কাটা শেষে বাড়ি ফিরছিল। পথে আগদিঘল গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।

শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসিবুল হক হাসান জানান, চর আঙ্গারু গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক জুয়েল রানা বজ্রাঘাতে মারা যান।  

একই উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, বজ্রপাতে আলহাজ পণ্ডিত নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিজেদের বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে মারা যান লাইলী বেগম।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাঠের মধ্যে নিজের খামারে হাঁস পালন করার সময় বজ্রপাতে মারা যান রফিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুন ৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।