ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কক্সবাজারের মুক্তিযোদ্ধা গোলাম রব্বান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুন ৪, ২০২১
কক্সবাজারের মুক্তিযোদ্ধা গোলাম রব্বান আর নেই কক্সবাজারের মুক্তিযোদ্ধা গোলাম রব্বান আর নেই।

কক্সবাজার: চট্টগ্রাম-১ অঞ্চলের গেরিলাযুদ্ধের সমন্বয়ক মুক্তিযোদ্ধা গোলাম রব্বান আর নেই।  

শুক্রবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসে ইসফেকশন জনিত সমস্যায় ভুগছিলেন। মুক্তিযোদ্ধা গোলাম রব্বান কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের জেবর মুল্লুকের ছেলে। মৃত্যুকালে তিনি দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তাঁর ভাগিনা ‘সকালের কক্সবাজার’ পত্রিকার সম্পাদক মো. ফরহাদ ইকবাল বাংলানিউজকে জানান, তাঁর শরীরের কিডনি ও ফুসফুসে ইসফেকশন দেখা দিলে একমাস আগে গত ১৫ রমজান তাকে উন্নত চিকিৎসার জন্য আরবআমিরাতে নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তিনি মারা যান।  

তবে তাঁর মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি বলে জানান ফরহাদ ইকবাল।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।