ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীর নতুন ডিসি কামাল হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২১
পটুয়াখালীর নতুন ডিসি কামাল হোসেন

পটুয়াখালী: পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে নিযুক্ত করা হয়েছে।

বর্তমান জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ কামাল হোসেন পটুয়াখালী জেলার ৩২তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিকল্পনা-০২ শাখায় কর্মরত ছিলেন।

এদিকে একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-০২ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসকে মো. মতিউল ইসলাম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, মে ৩১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।