ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাসানচরের ঘটনায় ইউএনএইচসিআর'র উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মে ৩১, ২০২১
ভাসানচরের ঘটনায় ইউএনএইচসিআর'র উদ্বেগ

ঢাকা: জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারের ভাসানচর পরিদর্শনকালে দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার ( ৩১ মে) সংস্থাটির ঢাকা অফিস থেকে এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে।

ইউএনএইচসিআর বিবৃতিতে বলেছে, ভাসানচর দ্বীপে আজকে ইভেন্ট চলাকালে আহত হওয়া শরণার্থীদের বিষয়ে প্রতিবেদন জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দুঃখিত যে ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকজন শিশু এবং মহিলা রয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শরণার্থীদের সুরক্ষা ও সুস্বাস্থ্য ইউএনএইচসিআর’র প্রধান অগ্রাধিকার। আমরা জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের অবস্থার বিষয়ে অনুসন্ধানে অব্যাহত রেখেছি। তাদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইউএনএইচসিআর প্রতিনিধিরা শরণার্থীদের একটি বড় অংশের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের উত্থাপিত বিভিন্ন বিষয় শুনতে পেরেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আরও আলোচনা করবে।

উল্লেখ্য, ইউএনএইচসিআর’র সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগস সোমবার ভাসানচর পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গারা তাদের সঙ্গে কথা বলতে গেলে বাধা দেওয়ার অভিযোগে তারা বিক্ষোভ ও ভাঙচুর করেন। মঙ্গলবার ১ জুন তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন৷ ইউএনএইচসিআর'র কোনো প্রতিনিধি দল এই প্রথমবার ভাসানচর গেলেন।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, মে ৩১, ২০২১
টিআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।