ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীর নতুন ডিসি আবু সেলিম মাহমুদ উল হাসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ৩১, ২০২১
ফেনীর নতুন ডিসি আবু সেলিম মাহমুদ উল হাসান

ফেনী: ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব আবু সেলিম মাহমুদ উল হাসান।  

সোমবার (৩১ মে) সেলিমসহ দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসকের নিয়োগ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


 
২৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে তিনি কর্মজীবন শুরু করেন। ফেনীর বর্তমান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।  

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে ফেনীসহ ১২ জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা, শেরপুর, পাবনা, ঠাকারগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোর জেলাতে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ৩১, ২০২১ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।