ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ৩০, ২০২১
গাজীপুরে পোশাক কারখানায় আগুন ...

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

রোববার (৩০ মে) দুপুর সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড পোশাক কারখানায় আগুন লাগে। এসময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া বাংলানিউজকে জানান, মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার টিন সেডের গুদামে আগুন লাগে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ওই গুদাম থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।  তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ৩০, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।