ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রোগী চাঁপাইনবাবগঞ্জে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ৩০, ২০২১
ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রোগী চাঁপাইনবাবগঞ্জে আটক

চাঁপাইনবাবগঞ্জ: ঢাকা থেকে পালিয়ে আসা এক করোনা আক্রান্ত রোগীকে আটকের পর চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসাপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ মে) দুপুরে তাকে আটকের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আটক করোনা রোগী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের মো. মোংলার ছেলে শাহ আলম।

বিমেষ ওই গোয়েন্দা সংস্থা জানায়, গত ২৬ মে ঢাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওই ভবনে কর্মরত সকল শ্রমিকদের নমুনা নেওয়া হলে শাহ আলমসহ ১০ জনের করোনা শনাক্ত হয়। পরে ওই ১০ জনকে ঢাকার একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। পরে শাহ আলম পানি আনতে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এদিকে, সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাদিম হোসেন বাংলানিউজকে জানান, ঢাকার আইসোলেশন সেন্টারের চিত্র দেখে শাহ আলম ভয় পেয়ে পালিয়ে নিজ বাড়ি চলে আসেন। পরে একটি বিশেষ গোয়েন্দা বিভাগ শাহআলমকে রোববার দুপুরে আটক করে সিভিল সার্জনের মাধ্যমে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করে। ভর্তির পর ওই ব্যক্তির নমুনা রোববার বিকেলে সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad