ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ঊনিশ তলা ভবন থেকে পড়ে লিফট কারিগরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

ঢাকা: রাজধানীর গুলশান এক নম্বর গোল চত্বরের কাছে বৃহস্পতিবার বিকেলে ঊনিশ তলা ভবন থেকে লিফটসহ পড়ে নূরুল ইসলাম (৩০) নামে এক লিফট কারিগরের মৃত্যু হয়েছে।

নিহত নূরুল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিলিভার অফ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানে লিফটের কারিগর হিসেবে চাকরি করতেন।

তার পিতার নাম আবদুর রশিদ। গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানার আশেমপুরে। তিনি ক্ষিলখেত বোর্ড ঘাট এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভবনের লিফট বিকল হলে নূরুল ইসলাম উনিশ তলায় উঠে লিফট মেরামতের কাজ শুরু করেন। হঠাৎ লিফটের ফিতা ছিড়ে গেলে তিনি লিফটসহ নিচে আছড়ে পড়েন। তাকে গুরুতর আহত অবস্থায় ওই ভবনের লোকজন গুলশানের ইউনাটেড হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুলশান থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘ইউনাইটেড হাসাপাতাল থেকে নূরুল ইসলামের মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’

এ ব্যাপারে গুলশানার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৪১৫ ঘণ্টা, পেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।