চাঁপাইনবাবগঞ্জ: ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ১১ জন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১ জন দেশে ফেরেন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত দু’দিনে আগত সবাইকে নজরদারীতে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ভারতফেরতরা সবাই নেগেটিভ করোনা সনদ এনেছেন এবং কারো দেহে অস্বাভাবিক তাপমাত্রা না থাকলেও সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। ভারতফেরত সাতজনসহ জেলার ৪২ জনের নমুনা সংগ্রহ করে তাদের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ২০, ২০২১
এসআই