ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কে শুকানো হচ্ছে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২১
মহাসড়কে শুকানো হচ্ছে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনা মহাসড়কে শুকানো হচ্ছে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনা। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের মহাসড়কগুলোর দুই পাশে ধান ও খড় শুকানোর কাজে রাস্তা ব্যবহার করায় বাড়ছে সড়ক দুর্ঘটনা।

গত ৭ দিনে জামালপুর-কামালপুর রাস্তায় তিনটি দুর্ঘটনা ঘটে।

এতে প্রাণ যায় এক পান ব্যবসায়ীর।

সোমবার (১৭ মে) বিকেলে ও রাতে পরপর দুটি দুর্ঘটনায় একটি প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়।

এদিকে রাস্তার দুইপাশ দখল করে এসব কাজে নিয়োজিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে হাইওয়ে থানা পুলিশ।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব অপসারণ না করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জামালপুরের সবচেয়ে গুরুত্বপুর্ণ মহাসড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন কুড়িগ্রাম, শেরপুর ও জামালপুর এই তিনটি জেলার মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। এছাড়া জামালপুরের একমাত্র স্থলবন্দরের ট্রাকও এই রাস্তা ব্যবহার করায় অন্যতম ব্যস্ত রাস্তাগুলির মধ্যে এই সড়কটি অন্যতম।

বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাশ বাংলানিউজকে জানান, রাস্তা দুইপাশে ধান শুকানোর জন্য ইট বা বড় বড় গাছের ঠুম ব্যবহার করে। ফলে দুর্ঘটনা ঘটছে। পুলিশের পক্ষে থেকে তাদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে নিজ নিজ দায়িত্বে এসব অপসারণ বা নতুন করে কেউ রাস্তা ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২১     
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad