ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জনাব আলী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, মে ১৮, ২০২১
করিমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জনাব আলী আর নেই মুক্তিযোদ্ধা মো. জনাব আলী।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. জনাব আলী (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের বত্রিশ এলাকার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে জোহর নামাজের পর নিজ গ্রামের বাড়ি করিমগঞ্জ উপজেলার কান্দাইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, মে ১৮, ২০২১     
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।